এ বছরের মতো আর কখনো আসবে
না জানি, তোমরা একসাথে,
তাই বুঝি সবাই মেতেছে আনন্দ আর হুল্লোরে,
যেমন কখনো দেখিনি আগে;
বৈসাবী মেলা আর বৈশাখী মেলায়,
একাকার পাহাড়ী জনপদ,
দীর্ঘ মাসের রোজা আর সিয়াম সাধনায়
এলো হাসি খুশির ফিতর-ঈদ,
চাকমা, মারমা, ত্রিপুরা,
নানান জাতি এক সাথে
নাচ, গান আর পাচন জগরা,
সাথে এলো ইফতার আর পান্তা ভাত,
উৎসবে যুক্ত হল বাঁকা চাঁদ!
ভুলো উপ-অপ, ক্ষুদ্র-বৃহৎ,
সুন্দর আজ রঙিন সংসার জগৎ!
এসো মানুষ, এসো সবে,
করি বৈসাবী আর ঈদ একসাথে।