তোমার শাশ্বত জ্ঞানে আমি মুগ্ধিত , তোমার স্মৃতিপটে রাখা কথাগুলো আমাকে অনেকটাই ঈশ্বরমুখী করে তোলে।
কখনো কখনো বৃষ্টি ভেজা সকালের নির্মাল্য আলোতে তোমার মুখে বর্ণমালার শ্রীধারা শুনতে পাই, আমি তার সহবাসে রূপস্নান করি।
আমার কি ততটা শ্রীবিদ্যা আছে, জানি না'!
না থাকলে তোমার ছোঁয়ায়, আমার এই ঘাটতি অনেকটা দূর করে নেবো।
তুমি তো সেই, যাকে নিয়ে আমি সায়ন্তনী সন্ধ্যায় অনন্তলোকের রূপনারায়নের মতো ছবি আঁকি, আমার স্বপ্নলোকে তুমি অনন্য।
তোমার সান্নিধ্যে এসে মমতার শৃঙ্খলে বেঁধে বেঁধে আছি, তোমার বসনে আবিরমাখা, তা'যেন শান্ত বলয়ের একটা ঋষিপদ্ম হয়।
শুদ্ধ বিকেলে হরিয়ালি বনের গভীরে,দলছুটেরা যখন আশ্রয় খুঁজে, তুমি মৃগপাল রানির সাথে আলাপনে ব্যস্ত হয়ে পড়ো।
মগডালে বসে শঙ্খচিলেরাও তখন বেহায়াপনা শুরু করে, আর তুমি শান্তচিত্তে প্রণয়ের আলপনা সৃজন করো।