মনে রেখো এই শ্রাবন্তিকার বুকে মাথা রেখেই তোমায় ভালোবাসবো,
মেঘেরা তখন ছাদ আঁকবে এক লহমায়;
তারপর বৃষ্টি পড়বে তোমার চোখের পাতায় পাতায়,
দুচোখ ভরে দেখবো তোমায়;
সাদা রঙ্গনে সাজিয়ে তুলবো আকাশের সীমানায়।
তুমি যে একা বুঝতে পারি সহসা,
আমিও তো তাই;
অলকা ছুঁয়ে হারিয়ে যাবো,
পড়ন্ত বিকেলের সায়ন্তনী রেখায়।
মনে রেখো এ-জন্মে হয়েছি মাতাল,
এক মোনালিসা সন্ধ্যায়;
পরজন্মে হবো যে আমি পূর্ণদাস বাউল,
তোমার প্রতিটি আশা-প্রত্যাশায়।