আকাশের মান অভিমানে,
মেঘেরা কি সূর্যটাকে আড়াল করে রেখেছে?

আমার কেন ঝাপসা হয়ে আছে দুটি চোখ?

সত‍্যিই তো বলছি এই পড়ন্ত বিকেলে,
মনে পড়ছে তোমার কথা;
তোমার সেই শুদ্ধ প্রণয়কথা;

যাকে পুঁজি করে আমার আকাশসম প্রেম,
ধীরে ধীরে বুকের গভীরে স্থান নিয়েছে।

যদি বৃষ্টি না হতো তবে কি জোনাকিরা অশ্রু পান করতো?

আমি তো কাবেরীর বুকে মাথা রেখেই তোমায় বলেছিলাম ;
জোনাকির আলোয় পথিকের পথ দেখিয়েছিলাম;
সেই পথেই পড়েছিলো কোনো একদিন,
তোমার বুকের গভীরের দীর্ঘশ্বাস ;
যা আমাকে আড়াল করতে পারে নি কখনো।

কৃষ্ণচূড়ার ঢালে বসে সবটুকু বুঝতে পেরেছিলাম,
তোমার অশ্রুতেই অবগাহন করেছিলাম একদিন;

সেই অশ্রুসিক্ত চোখ দুটো এখনো আমার রূপ নারায়ণ।