ভোরের আলোতে একরাশ শিশিরের হাওয়া যখন,
কৃষ্ণচূড়ার সাথে আলিঙ্গন করছিলো;
তোমার কায়া মন তখন আমায় প্রশ্ন করেছিলো,
কারোর মায়ায় পড়েছো নাকি?

বিশল‍্যকরণীর মতো আমার হৃদয় বলেছিলো,
এই আকাশ যতক্ষণ নীলমাধুরীর মতো সামিয়ানায়;
পার্থিব আলোকে ততক্ষণ,
তোমার প্রণয়রেখা ছুঁয়ে আছি।

হ‍্যাঁ, তোমার মায়ায় পড়েছি আমি,
শিশিরভেজা এই শিউলিতলায় ভোরের আলোকে ;
তোমার মায়ায় পড়েছি আমি।

স্ফটিকের মতো ততটা স্বচ্ছ না হলেও,
সেই মায়া কতটা যে নির্বাণ?
প্রণয়রেখার জঠরে তা লেখা আছে।

হ‍্যাঁ, আমি তোমার মায়ায় পড়েছি,
যে চোখে বিন্দু থেকে সিন্ধু দেখতে পাই;
সেই চোখের মায়ায় পড়েছি আমি।

মায়ায় পড়েছি আমি,
তোমার কন্ঠে ছুঁয়ে যাওয়া সেই কথামালার;
যার গভীরে ছড়িয়ে আছে
আকাশছোঁয়া নীলপ্রেমিকের বসন্তধারা।