আসবে কি? এই পড়ন্ত বিকেলবেলায়?
একটু কথাছিলো,
এখন না পারলে'
বৃষ্টিমাসের পর এসো;
শরতের ছোঁয়ায় আমার কথাগুলোকে তোমার আঁচলে বেঁধে নিও।

মোনালিসার ছোঁয়ায় আমি যখন সহস্র প্রশ্নের মুখোমুখি,
একটা নিখুঁত অষ্টাদশীর মতো তুমি আমাকে অগোছালো করে দিয়েছো;
সে-তো জানি;
প্রশ্নেরা সহস্র হয়'
তাই বলে কি সকল প্রশ্নের জবাব হয় ?
সে-তো কখনই নয়।

প্রণয়ের কি কোনো হিসাব হয়?
তাকে কি কামিনীকাঞ্চনে বেঁধে রাখা যায়?
যার বুকের গভীরে আকাশসম প্রেম,
তাকে ছুঁয়ে দ‍‍্যাখো ;
সায়ন্তনী সন্ধ‍্যায় তুমি জোনাকির প্রেমে পড়বে।