তোমার চোখে-তে মজেছে আমার মন,
তাই তো' ভালো লাগার কথাগুলো ;
'আকাশে ছড়িয়ে দিয়েছি।
বৈভবী আলো করে যখন এসেছিলে;
আমার বৈশাখী তখন তোমার প্রান্তরেখা ছুঁয়ে ছিলো।
নির্মেঘ আকাশটা হয়তো কিছুটা সময় পযর্ন্ত থাকবে আমার হয়ে,
শ্রাবন্তীর কোলে ঢলে পড়বে যখন ;
বেছে নিও তখন' গরিমাহীন এক মুঠো স্বপ্ন।
ঐ ঘন নীল আকাশের বুকে চেয়ে দ্যাখো,
মেঘবালিকারা একটু একটু করে ঘামছে।
তুমিও কি প্রণয়ের আবেশে ঘর্মাক্ত?
আমি যে বর্ষা-সুন্দরীর ললাট ছুঁয়ে নিকুঞ্জপথে হারিয়ে যাচ্ছি।