না পাওয়ার অভিমানকে বুকে আগলে রেখো না।
আকাশের দিকে তাকিয়ে দেখো অনেক কিছু পায় নি সে
তবুও মেঘেরা তার বুকেই ঘুরে বেড়ায়।
আকাশের মতো হয়ে যেও,
যাকে দেখলে মনের গভীরের বেদনা মুছে যায়, তার সঙ্গী হয়ে চলো।
কখনও কাকের মতো হতে যেও না,
একবার সঙ্গী হারা হয়ে গেলে একাকিত্বে জীবন কাটাতে হবে।
যদি ময়ুরপঙ্খীর মতো হতে পারো তাহলে আরাধ্য দেবের শিরে গেঁথে থাকতে পারবে।
অশান্ত হৃদয়ে আজ যখন বেহিসেবী আলোড়ন সৃষ্টি হয় তখন সবুজের দিকে তাকিয়ে থাকো,
মন শান্ত হয়ে যাবে।
সাঁজ বিকেলে নদীর পাড়ে বসে দেখো নতুন বসন্ত জেগে উঠবে, যে বসন্তে প্রেমিকার আঁচলে বেঁধে বেঁধে থাকবে।