বুকের গভীরে অনেক কথাই জমানো থাকে,
চাইলেই কি সব বলা যায়;
কি বলো?
নাম-গোত্রহীন ঠিকানা চাইলেই কি দেওয়া যায়;
তুমিই বলো।
যদি চোখ দুটো আপন হয়, তবে তুমিও স্বজন,
এ কথা মনে রেখো।
চোখের জলে ভেসে যাওয়া কোনো কথাই গোপন থাকে না,
টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে না জানা অনেক কথা ।
মেঘের সঙ্গে সখ্যতা করে কী-ই বা পেলে,
নিংড়ে যাওয়া বর্ণহীন দুমুঠো শিউলী ছাড়া কিছুই নয়।
যা চাইতে এসেছো,
আড়ষ্টতা ছেড়ে সরলতার সাথে একবার চেয়ে দ্যাখো;
সমাপ্তি রেখা পযর্ন্ত সবই তোমার।
আকারবিহীন কোনো কিছু যদি চেয়ে থাকো,
তবে বলে দিও;
অনন্ত আকাশের পরবর্তী অধ্যায়ে সবই তোমার।