দিবস বলতে আর কিছু বাকি ছিলো না তখন,
বাকি ছিলো শুধু পশ্চিমী বিকেলের ভাস্কর্য।

তারপর ঘনিয়ে এলো মৃত্যুঞ্জয়ী হিমেল সন্ধ‍্যা,
জোনাকিরা তখন ঝাউবনে আলো ছড়িয়ে যাচ্ছে।

আমার গহীনে ছুঁয়ে দ‍‍্যাখো মঞ্জুশ্রীর আলোয় রাত্রি ওজাগর,
ইমনের খেয়ালে রাত ভৈরবী নেচে নেচে যায়।

আমি বাতাসের কানে যে কথাগুলো বলেছিলাম,
তুমি গোপন রাখো নি সে কথা।

কোথাও যদি তোমার চোখের পলক পড়ে,
আমি সবুজের ঠিকানা খুঁজে খুঁজে সাজিয়ে রাখি।

আপাদমস্তক ছুঁয়ে যাক না তব,
মম শির  নতজানু।

আমি অপরাজিতা,  এই স্নিগ্ধ বসন্তে
নয়তো আকাশের বুকে সন্ধ‍্যার মেঘমালা।

তুমি দূরত্ব মেপে মেপে যাও,
দ্রাঘিমায় দাড়িয়ে আমি শুধু দেখে যাবো।