অনেকটা বসন্ত পরে,
ঝর্ণাপথ ধরে এগিয়ে যেতে যেতে;
তোমায় দেখেছিলাম এক মোনালিসা সন্ধ‍্যায়।

একফালি চাঁদের আলোয়,
তোমার মুখচ্ছবি দেখতে পেয়েছিলাম সেদিন ;
নাম-গোত্রহীন এক উদ্ভ্রান্ত প্রেমিকের মতো বটবৃক্ষের নীচে ছিলো আমার আস্তানা।

আমার চোখে ছিলো গভীর নেশা,
তোমার চোখে ছিলো গভীর সংরাগের ছাপ;
কাঁপা কাঁপা গলায় কিছু একটা বলতে গিয়ে থেমে গেলে।

আমি দেখতে পেলাম,
জোনাকির একপ্রস্থ আলোতেই  ফুটে উঠেছিলো;
তোমার সংরাগমাখা দীর্ঘশ্বাস;
আর ক্লীভেজে আটকে থাকা একছত্র প্রণয়কথা।

আর সেদিন,
পুনম সন্ধ‍্যায় বলেছিলে;
অনেক ভালোবাসি তোমায়;
আমার স্বস্তিকা পূর্ণ হয়েছিলো সেদিন।