কালবোশেখির মাতন চলে
বৈশাখেরই সাঁঝে ,
ঝর ঝর ধারে শিলা বৃষ্টি
পড়ছে উঠোন মাঝে ৷
শিলা বৃষ্টি খুকির মনে
এমন আবেশ তোলে,
স্বপন মাঝে মুড়ি যেন
ঝরছে তারই কোলে ৷
শুধু কি তাই গুড় ও যেন
ঝরছে উপর থেকে ,
অবাক খুকু মুড়কি করে
খাচ্ছে তারে মেখে ৷
বাবা বলেন আজব যত
স্বপন মাঝে দেখ ,
খুকু বলে নয়তো আজব
আমার কাছে শেখ ৷
ওইতো সেদিন ঘুর্নিঝড়ে
ফসল গেল উড়ে ,
সেসব ঝাড়াই মাড়াই হল
সারা আকাশ জুড়ে ৷
তালের রসে বাষ্প হয়ে
বাতাস মাঝে মেশে ,
সে সব আবার গুড় হয়ে তাই
ফিরল মোদের দেশে ৷
হেসেই ফেলে বাবা এমন
আজব যুক্তি শুনে ,
খুকুই কেবল কল্পনাতে
স্বপ্নেরি জাল বুনে ৷