বছর ফেরে জামাই ষষ্ঠী আবার এলো ফিরে,
উৎসব সাজ ডাকা ডাকি শশুরবাড়ি ঘিরে।
শাশুড়িমাতা ব্যস্ত খুবই আসবে জামাই আজ ,
শশুরে ডাকেন, ময়দা মাখো, রাখো তোমার কাজ।
জামাই বাবা এলো বলে হরেক রান্না বাকি,
হাতে নাতে না লাগলে সারতে পারবো নাকি।
শশুর বলেন পারবো না যাও আমিও কারো জামাই,
শশুর বাড়ি হাজির হতে করবো নাতো কামাই।
শাশুড়ি বলেন আ মলজা ফূর্তি মনের কোণে,
তেমন হলে শাশুড়ি মাতায় ডেকেই নাওনা ফোনে।
দারুন ব্যাপার বলেন শশুর ডেকেই ফেল মায়ে ,
ত্বরায় আসতে জামাই বাড়ি চড়েন যেন নায়ে।
জামাই এল মিষ্টি হাতে সাথে এল মেয়ে
ওদিক থেকে শাশুড়ি এলেন মেয়ের বার্তা পেয়ে।
বয়স গেছে মেজাজ খানা মোটেই হয়নি কাবু
পাশাপাশি দুই পিঁড়িতে জামাই শশুর বাবু।