বৃষ্টি স্নাত ঘুম জড়ান প্রাতে
ভাঙল যে ঘুম তোমার 'ওঠো' ডাকে
হাস্য মুখে চায়ের দুকাপ হাতে
বললে হে নাও চায়ের গন্ধ নাকে ৷
দিনের শুরু তোমার শ্রীমুখ দেখে
রেয়াজ শুরু তোমার সাধা শুনে
আবেগ ভরা সোহাগ পরশ মেখে
কর্মে প্রবেশ সফল স্বপ্ন বুনে ৷
সায়াহ্ন হয় মধুর তোমার গানে
স্বপ্ন বিহার মেলে সুখের ডানা
অহর্নিশি সুখের প্লাবন আনে
স্বপ্ন দেশে হারায় নাইত মানা ৷
ধন্য হলাম সঙ্গ তোমার পেয়ে
আকাশ ছোঁবো ভরসা তোমার নিয়ে
খ্যাতি তোমার থাকুক আমায় ছেয়ে
সঙ্গে চলার প্রতিশ্রুতি দিয়ে ৷