সভ্য সমাজ মুখ ফিরে নেয় , দয়া দেখায় পাছে
অন্ধ জনে পরল মালা নাগর খোঁড়ার কাছে ৷
দুজন মিলে এক হলে , যায় অঙ্গহারার জ্বালা
একের বাধা অন্যে সরায় গাঁথে মিলন মালা ৷
নয়তো এরা অন্য কারোর সাহায্যেতে বাঁচে
বরং এরাই জগত্ মাঝে শান্তি বারি যাচে ৷
অন্ধ জনের মধুর গলা রেডিওতে বাজে
খোঁড়া ব্যক্তি ব্যবসা চালায় সদাই ব্যস্ত কাজে ৷
রোজকারেতে এরা বেশী দশটা ভালোর চেয়ে
নিন্দুকেরা কুত্সা রটায় গ্রাম গঞ্জ ছেয়ে ৷
বিকলাঙ্গের কোন ঠাসাতে ব্যস্ত ওরা সবে
এমন নীচের চিন্তাধারা ঘুচবে বলো কবে?
জন্মে কে যে কি হবে তা, কে বলোগো জানে?
বৃথাই ওদের অসম্মান, এ মানবতায় হানে ৷
সম্মান সাথে বাঁচবার আছে সব্বার অধিকার
ভুল করেও ভুল না করি স্বাচ্ছা বলিবার ৷