মেঘের দলে যাচ্ছে চলে
ঝরতে বল তারে,
কাজের ফাঁকি সইব নাকি
চলো কোর্টের দ্বারে।
এমন গরম নাইরে শরম
শুধুই ছায়া দিয়ে,
হাওয়ার বেগে পালায় ধেয়ে
অনেক তাড়া নিয়ে।
যেথায় বৃষ্টি অনা সৃষ্টি
সেথায় প্রবল ঝরে,
আবার মরু শুস্ক তরু
সেথায় অবসরে !
যখন ধারে এক নাগাড়ে
করবে যেন মারা,
এখন কাজে লাগবে নাজে
এমনি লক্ষীছাড়া।
এমনি কত ইচ্ছে মত
চলবে দাদাগিরি,
জেল হাজতে বন্দি রতে
ফেলবো তারে ঘিরি।