অন্তবিহীন রেশারেশী কে কার চাইতে বেশী
ছুটতে ছুটতে শ্রান্ত সময় ক্লান্ত দেহের পেশী ৷
যেটুক হলাম তুষ্ট যে নই হবই ভাল তারও
আকাশ সিঁড়ির শেষ ধাপ নেই সে নাই বুঝতে পারো ৷
এক এক করে ধাপ পেরিয়ে উঠলে মাটি ছেড়ে
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে পা দুটি যাও নেড়ে ৷
ধীরে ধীরে মাটির থেকে উঠলে তুমি কত !
মাটির মানুষ , মাটির স্মৃতি ভুললে পারো যত ৷
বাল্য বঁধু , বৃদ্ধ চাচা গাঁয়ের মানুষ ঠেলে
উপর তলায় ভাব জমালে নীচের তলা ফেলে ৷
যে মাটিতে উঠলে বেড়ে আলো বাতাস লয়ে
সে মাটিকেই ভুললে তুমি একটু বড় হয়ে ?
ধীক তোমার এই মনটা জেন বিষম তলানিতে
উপর তলা তুলছে মাথা নীচের তলার ভীতে ৷
নীচের তলা উঠলে কেঁপে মুক্তি পাবে কারা?
হুড়মুড়িয়ে পড়বে নীচে গর্ব হবে সারা ৷
শিকড়টাতে ধরলে পচন বৃহত্ বনষ্পতি
ঝড় আসলেই পড়বে ভেঙে রুখবে কে তার ক্ষতি ?
মাটির মানুষ যেন না তাই হয়না অবহেলা
সেদিক পানে রাখতে নজর কোরোনা ভাই বেলা ৷
এরাই তোমায় রাখবে মাথায় গাইবে জয়গান
নিজের যদি সম্মান চাও এদের দিও মান ৷