আবার এল মহালয়া
ভক্তোপরে দেবীর দয়া
বর্ষ ধরি অপেক্ষাপর
আবার এল ধৈর্যক্ষয়া ৷
কৃষ্ণ ভদ্র চণ্ডি স্তবে
আসল যে ভোর নিখিল ভবে
দেবীপক্ষে আবাহনের
উন্মাদনায় পূর্ণ সবে ৷
ঢ্যাম কুড়াকুড় বাজনা তালে
ঢাকি আওয়াজ কর্ণে ঢালে
দিক্ বিদিকে বাজির শব্দ
"মা আসছেন " নৌকা পালে ৷
পূজোকত্তা লাগান তাড়া
মণ্ডপ কাজ হয়নি সারা
কুমোর তুলীর ব্যস্ত টানে
মায়ের চোখের ফুটছে তারা ৷
নতুন বরের পকেট ফাঁকা
কেনাকাটায় সাঙ্গ টাকা
বোনাস পেলেই পূজোর খরচ,
চাঁদা দেবার আশায় থাকা ৷
খোকা খুকির পোয়া বারো
এত্তো পেলাম পাবো আরো
কদিন পরে পূজোর ছুটি
পড়াতে মন নাইতো কারো ৷
সবটা জুড়েই তুমি মাগো
এলে তোমায় ছাড়বো নাগো
দূর্গা শিবা ক্ষমা ধাত্রী
জাগো মাতা তুমি জাগো ৷
শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা ৷