উল্টে যাওয়া যুগের হাওয়ায়
সময় নাইতো হাতে ,
বদলেছে সব জীবন ধারা
আধুনিকতার সাথে ৷
আগের মতো ছেলেরা এখন
খেলেনা বাইরে গিয়ে ,
সময় পেলে ওরা এখন
মাতে মোবাইল নিয়ে ৷
সবার সাথে খেলার আমেজ
এখন যে আর নাই ,
একলা ঘরে কার্টুন দেখে
কাটছে সময় তাই ৷
দোষটা শুধুই নয়তো ওদের
দোষ নিও না মনে ,
একটু বড় হতে না সবাই
বন্দি টিউশনে ৷
একটু সময় যখন মেলে
বন্ধু মেলা ভারি ,
দলের খেলা শিশু মনে
যাচ্ছে যে তাই ছাড়ি ৷
একটি ঘরের একলা ছেলে
ভাই বোনেরা নাই ,
বাবা মায়ের সঙ্গী হবার
বৃথাই চেষ্টা তাই ৷
মস্তক সার পাকাটি তাই
আজকে ছেলে পুলে ,
ফুলের ঘায়ে মূর্ছাতে যায়
একটু ক্ষনিক ভুলে ৷