ময়না ঘুঘু শালিক চড়াই
সাতসকালে উঠে ,
কিচির মিচির শব্দ করায়
বাবুর ঘুমটা ছুটে ৷
চোখ কচলে জানলা খুলে
বলল বাবু ওরে ,
এত সকাল সকাল তোরা
উঠিস কেমন করে ৷
বলল ঘুঘু ছোট্টো বাসায়
ভাল লাগেনা ছাই ,
আপনাদেগোর মতো মোদের
বিজলি বাতি নাই ৷
সূয্যি বাবু অস্তেতে যান
আঁধার বাসা করি ,
কাজ কাম আর নাইতো তখন
তাই ঘুমায়ে পড়ি ৷
তোমরা যখন ঘুমোতে যাও
মোদের দুঘুম হোলো ,
সূয্যি ভাবি উঠবে এবার
আকাশ দরজা খোলো ৷
দরজা জানলা নাইতো বাসায়
চতুর্দিকে খোলা ,
আকাশ রাঙা হলেই মোদের
ঘুম ভাঙিয়ে তোলা ৷