দূর্গা আসে দূর্গা আসে
তার সে শ্রীমুখ চিত্তে ভাসে
দিনটা চারেক সঙ্গে থেকেই
আবার ফেরত নীল আকাশে ৷
তার সে আবার জেষ্ঠা মেয়ে
লক্ষ্মী নাকি সবার চেয়ে
আবার এল মর্তলোকে
কোজাগরীর খবর পেয়ে ৷
লক্ষ্মী গেলে অন্ধকারে
খুঁজেই মরি পূজবো কারে
অমাবস্যায় দূর্গা ফেরে
কালি রূপে পূজবো যারে ৷
দূর্গা সঙ্গে আসে যারা
এক এক করে ফেরেন তারা
লক্ষ্মী সর কাতু গনেশ
হর্ষে রাখেন বর্ষ সারা ৷