পড়ন রোদের বেলা
(তোমরা) যাচ্ছো বুঝি মেলা ?
হা মোর ছেলে বিদেশ গেছে
ভাসান দে তার ভেলা ৷
তোমরা দেখ রথ
(আর) দেখছি আমি পথ
হা মোর বেটা আসবে কবে
এ থান মহবত ৷
বৃথাই তারে ডাকা
ডাক এনে দেয় টাকা
বুড়ো বুড়ি দুয়ের এ ঘর
সে জন বিনে ফাঁকা ৷
হয়তো আছি দুঃখে
(তবু) থাকুক ও মোর সুখে
চোখের সামনে নাইতো? আছে
বুকেরই ধুকপুকে ৷