জনারণ্যে বেঁচে আছি ক্ষুদ্র তৃণের ন্যায়
সাধ হয় আকাশ ছোঁবার
সাধ্যে অস্তিত্ব রক্ষা।
কবিতারন্যে লতাগুল্ম
আর, সুরারন্যে পুষ্প রেখা
ব্যস ওটুকুই যা পারি ।
বনষ্পতিরা হাতছানি দেয়,
কত পক্ষীর বাসা তাতে
দলে ভীড়ে ফুরিয়ে যাবার আশ্বাস!
মুখ লুকোই ব্যর্থতার পরাজয়ে
সাহস হারাই ঝড়ের আশঙ্কায়
দু'পা এগিয়ে তিন পা পিছিয়ে পড়া তাই।