এক সেই চাল দিয়ে
          ভাত মুড়ি পিঠে হয়,
এক সেই গম দ্বারা
          রুটি লুচি মনময় ৷

এক সে বাগান মাঝে
           কত শত ফুল ধরে,
কোটি কোটি গ্রহ তারা
          এক সে আকাশ পরে ৷

এক সে সুরের দোলা
         শাস্ত্রীয় লোকগানে,
একটাই প্রেম রীতি
         বাঁধা রয় প্রতি প্রাণে ৷

এক এই আমি তাই
             সব টুকু মন নিয়ে,
শিখিগো হরেক কাজ
            ভক্তিতে ভর দিয়ে ৷

এক সেই প্রভু তুমি
       তোমার অপার দানে ,
কীর্তি রচিতে দাও
       প্রতিটি মানব প্রাণে ৷