~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
মাস্কে মুড়ে বাক্সে বসে হাসতে মানা নেই।
আস্তে করে কাশতে গিয়ে পড়লে ধরা যেই-
অমনি চালান একলা ঘরে।
এই বুঝি বা আমায় ধরে-
ভাবনা পেয়ে আপনা যারা তফাৎ নিল সেই।
দিন দু’বেলা মাপছি বাতাস ভাবনা আসে এই-
হঠাৎ যদি কম পড়ে যায় সামাল কিসে দেই!
পুড়ছে রে গা দারুন জ্বরে
তাই পড়েছি চিন্তা ঘোরে
আপৎকালে হাসপাতলে বেডের যোগান নেই।
পাল্লা দিয়ে বাড়ছে রুগি হাল্লা বল ভাই
জানলা দিয়ে খবর পেয়ে ভ্যাবল বনে যাই
মরছে মানুষ অকাতরে
কাঁদছে বা কেউ করুন স্বরে
কি করে কি উপায় হবে পায়না খুঁজে খেই।
নেই রাজ্যে জমিয়ে আছে রাজনীতিটা ভাই
আখের ছাড়া মানব সেবার নেই কোন তায় ঠাঁই
গদি আগে বাকি পরে
নানান রকম ফন্দি করে
বিশ্ব জুড়ে ভীষ্ম পণে ঘোঁট পাকানো চাই।
নানান দলের নানান কথা ফর্দ হরেক রকম
চাপান উতোর চলছে ভালোই করছে বকম বকম
নিন্দুকে যা বলছে বলুক
অবস্থা যা চলছে চলুক
রাজনীতি নয় চলছে পুরো বন্ধ্যা রকমসকম!!
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
এই কবিতার প্রথম পংক্তিটি প্রিয় কবি শ্রীযুক্ত সুমিত্র দত্ত রায় এর গতকালের কবিতার মন্তব্যে লিখেছিল। কবিতাটি প্রিয় কবি কে উৎসর্গ করলাম।