বাংলা ভাষাকে নিয়ে উদ্বেগে আছে চারজন ওরা অদ্ভুত-
ইংরেজি আর হিন্দি মিশেলে ভাষা হয়ে গেছে পুরো কিম্ভূত।
যুগের হাওয়াতে উড়ে আসা ধ্বনি বসে গেছে শত মুখে-
অভিযোগ তাই উপনিবেশিকতার- ভাষা গেছে পুরো বখে!
বিশ্বায়নে ভেসে গেছে মন- ঝলমলে রঙ চমৎকার!
এটাকেই সবে করেছে দায়ী- সব ধারনার সারাৎসার।
কেউ নাকি আর বাংলা পড়ে না! কুলীনের ভাষা নয়-
ফুলিশ বলবে বাংলা পড়লে- ধরে গেছে খুব ভয়!
স্ট্যাটাসের সাথে বাংলা যায় না- অণুযোগ এও আছে
বাংরেজি হলে তাও লাগে “কুল”মর্যাদা তাতে বাঁচে।
পয়লা বোশেখে পাঞ্জাবী পরে পায়চারী করে এলে-
বাঙালীয়ানার স্বাদ পাওয়া যায়; গৌরবও কিছু মেলে।
কিটস বায়রন শেলি শুধু নয় হ্যারীপটারেও মজে
বাংলাকে ছেড়ে আংরেজি ধরে বিনোদন তার খোঁজে
রবীন্দ্র পড়েনি বাঙালীর ছেলে- মতামত নয় স্ট্রিক্ট
হয়ত পড়েছে কিছু সম্ভার- রোমানে ছাপানো স্ক্রিপ্ট।
হা-হুতাশ শত জমে থাকা ক্ষোভে পড়েছে দীর্ঘশ্বাস
ভাষণের জোরে বরাত ফিরবে- এই রাখ বিশ্বাস!
ভাষণে বন্ধু হয়না কিছুই- আস্ফালন টা সার
এগোতে হলে পেরোতে হবে- দুস্থর পারাবার।
জোর করে ওরা চাপিয়ে দিয়েছে যুক্তিটা বড় সোজা
জোরের জিনিস টেকসই নয়; নেমে যাবে সেই বোঝা
গলদ বোধহয় জমেছে গোড়ায় দরকার সেটা খোঁজা
সেদিকে নজর না দিয়ে কেন বালিতে মুখটি গোঁজা?
রুচি অরুচির কথা মোটে নয় জীবিকা বিষম বালা
হাতে কাজ আর পেটে ভাত চাই- মতামত দাও ঢালা!
ভাষা শুধু নয় ভাবের প্রকাশ; ভাবনা ভাবোনা কেন?
জীবিকায় যদি কাজে না আসে মুছে যাবে ঠিক জেনো।
মৃতপ্রায় ভাষা- ভেন্টিলেটরে শেষ শ্বাস তার ফেলছে-
শেষ বিদায়ের সঙ্গীরা বসে প্রাইমটাইমে একা একা খুব কাঁদছে।
শুদ্ধতা তুমি চাইতেই পারো- হিটলার হয়ে যেও না-
মুখে মুখে রোজ ভাষা বদলায়, বদলানো রোখা যায় না।।