শেষবার ভালবাসনিত তুমি –

পাখির ডানার কাছে ঘুম ভাঙা রাত্রী-
চলমান সময় হেঁটে যায় নির্জন প্রবাসে।
তুমি শুধু চোখ তুলে হরিণীর মত
ত্রস্ত পায়ে ফিরে যাও – কাক ভোরে
গুলল তুলশীর ঘ্রাণে –
হিমেল বাতাসে মিশে থাকে
পোড়া বারুদ – সিগারেট
পোড়া চামড়ার ভবঘুরে কবিতা।

সকালের ডালিম ফাটা রোদ্দুরে –
শেষবার ভালবাসনিত তুমি!

প্রাক বিদিশায় ঘটে পারমানবিক ভাঙন
অন্তস্থ কবিতা- ধুসর মৃত্যুর পরে
হামাগুড়ি জ্যোৎস্নায় ভোরের ফুল।
পাগল বাতাসে মেঠো রাস্তায়
সোনালী ধানের বুকে – ছেঁড়া মেঘ
পরশ লাগা চাঁদ –
জঠরে কুঁড়ির মত ভ্রূণ -
ভালবাসা –

ভালবাসা – হাওয়ার সাথে
ভালবাসা – মাটির সাথে
ভালবাসা – আত্মস্থ নিয়তিতে।

আগামী হেমন্তে কমনীয় ব্রীড়া
শীত ঘুমে নীত হবে – অথচ
শেষ বার ভালবাসনিত তুমি।।