ভালবাসার অসুখ করেনি আগে
যদিও অসুখেরও অসুখ হয়েছে অনেক।
ভালবাসার অসুখ করেনি আগে।
গতকাল বেহুঁশ ঘুমে
কতকাল ভুলে থাকা
ভাল থাকা অভিমান-
ভুলে –
ভালবেসে আবার অরণ্য ছায়ায়
ঋতু প্রান্তরে সোনালী ধানের কাছে
সুলগ্ন ব্রীড়ায় –
প্রিয়তম স্বেদ মুখ চুম্বনের আগে
কার যেন মোহনীয় নীল চোখ –
অজাতশত্রু নিলয়ের কোনে –
এখনো নির্নিমেষে চেয়ে থাকে!
ভালবাসার অসুখ করেনি আগে!!