তোমার হাতে ক্ষমতা রয়েছে, অধিকার নাও কেড়ে
দেশদ্রোহী দাগিয়ে দিয়েছ খুব জোরে গলা ছেড়ে।
দেশ দেশ করে বলেছ যাকে দেশ নয় ওগো সেটা
দশে মিলে দেশ, মিলনের রেশ- মানোনি কখনো যেটা।
তুমি যা বলেছ – দেববাণী তা; নির্মম অতি সত্যি!
আমার কথা বোঝোনি কখনো, শোনোনি কোনই যুক্তি।
মানুষ কে তুমি মানুষ ভাবোনি বিরোধিতা যারা করেছে
ছারখার করে দিয়েছ জীবন; বন্ধ প্রাকারে মরেছে ।
প্রবচন তুমি দিয়েছ ভালোই- স্বপ্ন সাত-শ রঙের
বুক ঠুকে তুমি আশ্বাস দাও; ভঙ্গী প্রকাশ ঢঙের।
সোনা দিয়ে তুমি মুড়ে দেবে বলো শ্যমলীমা এই দেশ টা
ভালবাসা সব মরে যদি যায় রইবে কি দেশে শেষ টা!!