ভালবাসা—
একটা অসুখ!
ধমনী কেটে গেলে যেমন রক্ত প্রপাত
তেমনই বিপজ্জনক ও ক্ষয়গ্রন্থি অসুখ।
শরীরে হাজার হাজার মিটার কেবল নেটওয়ার্ক
আঙুলে আঙুল ছোঁয়ালেই –
মস্তিষ্কে পৌঁছে যায় স্পর্শ সুখ
দৃষ্টিতে ভাবান্তরও ঘটে কিছু
পৃথিবীর এপারের পাড় ভেঙে
ওপারের নিয়েছি পিছু;
তবুও—
এ শরীর যেন সাঁজোয়া গাড়ি
এ চোখ যেন হানাদারি বুলেট
বিঁধেছে কাম্য শরীর টুকু।।