আমাদের প্রতিদিন ব্যস্ততা কাড়ে
নিঝুম ধুলারা এসে শুষে নেয় স্বেদ ঘাম
স্বচ্ছতোয়া নদী তাও শুয়ে থাকে
বাঁ-পাশের রঙচঙে পকেটের ভারে।
পৌনঃপুনিক যত বিষাদেরা ছিল—
বিস্বাদ- তেতো তেতো পাঁচনের মত
চৈত্র গাজন শেষে ভাঙা হাট
চাতালে পড়ে থাকা মালসায়
অধিবাস মাছিদের ভনভনে কথা।
তবুও কোথাও যেন চিকচিক—
আলেয়ার আলোটুকু নিয়ে
বিজন বাগানে শুয়ে- খসে পড়া
তারাদের কাছে অবিমিশ্র কামনা—
ভালো থাক; তোরা ভালো থাক—।।