টুবাই সোনা অঙ্কে কাঁচা  
             হাত গুনে তাও বলে  
আর তো মোটে দুয়েকটা দিন
ছুট্টি এলো বলে।  
সোম টু শনি ছয়-ছটা দিন
                বিরক্তিকর খুব
রবি এলে ঝলমলে দিন
দুধ পুকুরে ডুব।

গভীর জলে ডুব সাঁতারে
               কুড়িয়ে আনে ঝিনুক
রুই মিরগেল পুঁটি চাঁদা সবই চেনা
কেউ তাকে না চিনুক।    
আলের ধারে ফড়িং ধরে
                 তাড়ায় শালিক কাক
মাকে বলে- অঙ্ক খাতা  
আজকে তোলা থাক।  

চোখ পাকিয়ে বলে মা তার
               দুষ্টুমি তোর একি    
ছোট্ট খোকা নয় মোটে তুই  
ভুলেই গেলি তা কি!
লেখা পড়া একটুও নাই
             টো টো গড়ের মাঠ
মুখ খানা তোর শুকিয়ে
দেখি এক্কেবারে কাঠ।
  
আদর করে গাঁট্টা দিয়ে                
             বলল- ছুঁচো পাজী
আম কুড়াতে যাওয়ার নামে
এক কথাতেই রাজি!  
খুব বেড়েছো এই যে দেখি  
             দাওনা কথায় কান
তোমায় কিন্তু রাখতে হবে
এই বংশের মান—।

টুবাই শুধায়-
লেখাপড়ায় ভালো হলে
                তবেই শুধু ভালো!  
আমি কি মা দুষ্টু শুধুই
চোখ কেন ছল-ছলো?
জড়িয়ে ধরে মা তাকে কয়
               কাণ্ড ছেলের দ্যাখো
পেটে পেটে এত্ত কিছু
লুকিয়ে তুমি রাখো!  

লিখবে পড়বে জানবে আরও
               ভাববে সবার ভালো  
সবার আগে মুছবে নিজের  
মন্দ এবং কালো
কেউ কেটা কেউ হতেই হবে
               এমন মোটে নয়
মা শুধু চায়- তার খোকা'টা
যেন মানুষ ভালো হয়…।।