খবর;
আজকাল সবে ভালোই আছে, সুখেই বারোমাস  
মাস পোহালে মাগনাতে পায় হাড্ডি এবং মাষ।  
সবার তরে সুখ বিতরণ- দুয়ারে সরকার  
বাদবাকি’রা তফাত সর, প্রশ্ন খবরদার!  


মানছি;
মানুষ ভীষণ হিংস্র এখন রক্ত দাঁতে লেগে
সব ঘটনাই "ছোট্ট"- তাই দেওয়া যায় দেগে!  
খুন ধর্ষণ ঘরে আগুন- একটু আধটু হয়
নইলে’তো এ শান্তি ভূমি, মন্দ; নিন্দুকে’রা কয়।  
    

উদাহরণ;
হাতের কাছেই, দিল্লী থেকে বার্মা
পেড বাই দেয়ার ওন কয়েন, আসল কথা কার্মা!
গীতার বানীঃ তিনিই করেন, নিমিত্ত সব ভবে
দুষ্টু ছেলের দুষ্টুমিতে- তফাত কি আর হবে!


প্রতিবাদী মিছিল গুলো;
এই নরকের আবর্জনায় জারজ শোকের চাষ
অপেক্ষাতে- পাল্টা দেবে, বদমাইশি খাস
মানুষ কোথাও কিচ্ছুতে নেই- আমরা ওরার ফাঁদে    
দিনের শেষে; তবুও’তো চাই গরুর শোকে শকুন যেন কাঁদে।।