উলট পুরাণ-১
=================
মিথ্যে বোলো না- ছোটদের বলি;
বড়রা সাবলীল
প্রশ্নটা এলে ছোটদের থেকে
উত্তরে অশ্লীল
মুখে মুখে ফেরে রবীন্দ্রনাথ
চেতনায় নজরুল
রিক্সাওলাকে ছোটলোক ডেকে
স্ট্যাটাসেই মশগুল...
=================
উলট পুরাণ-২
=================
বিশ্বাসী পারে কাটতে গলা,
অবিশ্বাসীর ধড়
উল্টোটা তবু হয়নি এখনো
বিশ্বাস তুই কর।
শাকাহারী পারে কেড়ে নিতে
মাসাহারী অধিকার
মাসাহারী তবু উদ্যোগী নয়
শাকাহারী বধিবার।
=================
উলট পুরাণ-৩
=================
স্বল্প পোশাকে ধর্ষিতা নারী
নারীরাই অপরাধী
অল্প পোশাকে পুরুষের দল-
পুরুষ নির্বিবাদী!
সমকামিতা অপরাধ খুব
সৃষ্টির সুখ নাই
পরিবার তবে ছোট হবে কেন!
যুক্তির মুখ নাই।
=================