প্রতিটি কবিতা থাক ভুল স্বপ্নের মাঝে
অটুট ঘুমের পরত খুলে স্পর্শ সুখ নয়
খোলা চুল মেলে দাও প্রবাসী জানালায়
ও আড়াল থেকে চেয়ে আনি এ শব্দ জগত
খেয়ো চাঁদ ডেকে যায় অতসী বিছানায়।
অপুষ্ট ধানের মত ফেলে গেছ ফাটলের কাছে
শীত ঘুমে ঘুমাতেছি সেই কবেকার প্রশস্ত হৃদয় ছেড়ে
প্রবাসী আলোয় – অবিনশ্বর উজাগর তন্দ্রায় –
এমনই নিঝুম রাতে শূন্যতা সরিয়ে
যতটুকু পেয়েছি সুবাস –
গ্রন্থি উজাড় করে নিয়েছি স্বাক্ষর।।