এখন তো অখণ্ড অবসর পড়ে আছে
হাঁটু জলে বানভাসি কথা-
বেনোজল ঢুকে পড়ে গুঢ় কবিতায়।
অকারণ ভালবাসা- অকারণে কাছে আসা।
তারপর—
শুধু চেয়ে রয় রেড এলার্ট।

অথচ—
আমার বিছানা হতে বইএর পাতায়—
অকারণে ঢুকে পড়ে নীল কবিতা!
সন্ন্যাসী করে মন— এ জীবন পন
তুমি আছ আমি আছি
আরো আছে ভালবাসা সুমঙ্গল।

একথা মেনেছি আজ—
কবিতা তুমি নিদারুণ কোমল—
সেদিন ও জোছনা ছিল অবিরত উন্মন
আর ছিল প্রেম আয়োজন।
অথচ—
বিজন বাগানে না ছিল বৃষ্টিপাত
না ছিল চোখে চোখ— হাতে হাত।

মলাট খুলে নিয়ে গেছে কেউ
কেউ ডাকেনি— কেউ খোঁজে নি—
ঝোড়ো কাক-- মরা শালিক
নিম প্যাঁচা – মেঠো ইঁদুর
হিজল বট অশ্বত্থ—
আরও কিছু নিপুন বাক্য— কিছু অসমর্থ!

তবুও—
আনমনে কথা কয়ে ছিল
এই বুক— আর সেই নষ্ট কবিতা।
একথা  মেনেছি আজও—  
তুমি জেগে আছো কবিতা।
--------------------------------------------------------------------------------------------------------
এই লেখা টি অনেক পুরানো, ২০/০২/২০০৩ তারিখে লেখা। এই লক-ডাউনে পুরানো দরকারি কাগজ খুঁজতে খুঁজতে হঠাৎ ই পুরানো ডাইরি খুঁজে পাওয়া, সেখান থেকেই এই লেখা টি দিলাম। বাঙ্গালী মধ্যবিত্ত বাড়িতে দরকারি কাগজ = (সকল কাগজ – খবরের কাগজ), এখন মনে হচ্ছে প্রবাদ টা কিছুটা হলেও সত্যি।