ঘটমান বাস্তবতা—  
বলা যায় সহজ করে!
কিছু থাক গোপন ব্যথা
যদি বা পুলিশ ধরে;

         দুনিয়ার হাড়-হাভাতে
দাবি দাওয়া চাকরি পাওয়া
কি এমন সুদিন এলো
কাজ কি হাতের মোয়া!

          নিলামে উঠছে যখন
চাঁদের পাহাড় ডিগ্রী তাড়া
বলেছেন ভাষণ প্রিয়—
ধৈর্য ধর; একটু দাঁড়া

          লাইনেই জীবন কাবার
জন্ম কি বা মৃত্যু দলিল
দু হাতে লুটছে নাগর
অর্থনীতির স্বখাত সলিল

           জীবনে ঘেন্না ধরে
তবুও বেঁচে ইচ্ছে খানিক
টানে যদি জেলের ঘানি
ওই যে সোনা জাদু মাণিক
  
           চুনোপুঁটি মাছ খাবো না
চিকেন'ও রোজ রোচে না
ঝামেলা- রাঘব বোয়াল
সহজে টোপ গেলে না  

           তবে টোপ গিললে তারা  
যদি যায় বমাল ধরা
সে তখন দারুণ খবর  
সরস এবং মিঠেকড়া    

           ভাবছ মস্করা সব—!  
জনগণ রসের কলি!  
জানো তো তুলসী বনে  
বাঘেরাও রসিকলাল’ই!!