বর্ষ বলয় স্পর্শ করে ডুবতে বসা চাঁদ
নিজের মনেই বলেছিলাম—
ও কবি তুই কাঁদ—
কাঁদার মতো এমন কোন শান্তি কোথাও নাই
উশর মরু চোখের কোনায়
অশ্রু কোথায় পাই!
তখন ছিল তৃতীয় প্রহর, জমাট বাঁধা রাত
হাওয়ায় ছিল- হারিয়ে যাওয়ার নিষিদ্ধ মৌতাত।
ব্যস্ত বিজন তারা খসা
ঝাপসা দূরের বন—
আগুন চেয়ে বুকের খাঁচায় লাভার উত্তরণ।
দহন বাড়ে, জ্বালায় পোড়ায়, আলোক জ্বলে কই
এই আঁধারে হারাই যদি থই পাবো কই সই!
তালুর ওপর চিবুক রাখি
ভাবনা নিরুদ্দেশ
ইথার বেয়ে নামছে তখন বিরহ সন্দেশ
বাঁশ বাগানের ওপার থেকে আসছে ভেসে
ভাঁটুক ফুলের ঘ্রাণ
মেঠো ইঁদুর শিকার করে- বিষাক্ত অঘ্রান।।