যখনই চেয়েছ তখনই পেয়েছ-
                     পাওনা'তে কোন তৃপ্তি নাই!
           আপসের বোঝা বেড়েছে যখনই
সৃষ্টিতে তেজ দৃপ্তি নাই-  
          যখনই চেয়েছ তখনই পেয়েছ
                      পাওনা'তে কোন তৃপ্তি নাই।।