এখনও মানুষ বাঁচে
ভুল স্বপ্নের মাঝে –
তার কাছাকাছি মানুষীর  
একান্ত নির্জনতায়
স্বেদ মুখ তুলে শুষে নেয়
প্রেয়সীর ঝরা ঘাম।



কালের কাছে ঋণী কেউ নয়!

স্থাণুর শিকড় ছিঁড়ে ফেলে
ক্লান্তির ঘুম নামে অনন্য কবিতায়।
অরণ্য গ্রন্থি গুলো
শ্বাপদের মত ছুঁয়ে নিতে থাকে।
অবিরত রক্তপাত –
ঘটে যায় প্রত্যক্ষ ইতিহাসে।



বিজ্ঞাপনে গর্ভপাত!

কেউ দোষী নয় –
অনাগত শিশুটির কাছে!
গরিষ্ঠ প্রসঙ্গ ছেড়ে
যত ঢুকে পড়ি আন্তর সীমায়
তত দ্রুত সরে যায় –
পৃথিবীস্থ উপবন গাঢ় তমসায়।।