তোমাকে দেখি না আর
নিয়ত অবকাশে!
নিখুঁত গৃহস্থালি ফেলে-
স্বপ্নময়ের সাথে
তুমি কি বেড়াতে বেরুবে-  
নীল অন্ধকারে নদীর চরে!

তোমাকে দেখি না আর
নিবিড় তন্দ্রায় –
আমি শুধু কথা খুঁজে
ফিরে যাই নিঃসঙ্গ কবিতায়।
নদী বহে ধীরে –
তুমি মিশে যাও- আমার ভেতরে।

তোমাকে দেখি না আর
সুরম্য অন্দরে –
কেমন আছ!
এবারে এলাম-  
অনেক দিনের পরে।
পাতা গেছে ঝরে-
তুমি থেকে গেছ-  
প্রাচীন সাক্ষরে।

তোমাকে দেখি না আর-
উজল আলোর ভিড়ে।
মরা জোছনায় বালুচরে
একাকী নদী –
সে ও অপরূপা!
ডেকে নেয় কাছে  
নিলাজ ভালবেসে।

তোমাকে দেখি না আর
নিয়ত অবকাশে –
ফুল ছিঁড়ে মালা গেঁথে
ছিঁড়ে ফেলি নিঃশেষে
দুচোখে ক্ষুধার সমুদ্র
একা বসে বাতায়নে –
রাত কাটে বিনিদ্র।

তোমাকে দেখি না আর
নিভৃত আলাপে মিছে –
পুবাকাশ হতে শুকতারা
ঝরে পড়ে মাঠে-
বলরাম হতে চাই-  
লাঙলের মুখে সীতা
আনত মাটি নবতি ব্রীড়ায়
প্রিয়তম চুমু এঁকে দিতে চায়-

তোমাকে দেখি না আর-
গুঢ়, গুঢ়তম কবিতায়।।  
---------------------------------------------------------------------------------------------------------
অফিসের ব্যস্ততায় আসরে একেবারেই সময় দিতে পারছি না, রাতের দিকে সুযোগ করে প্রিয় কবিদের লেখা পড়ে দেখার চেষ্টা করি... তবে মন্তব্য করে উঠতে পারি না... আসলে দায়সারা মন্তব্য করতে মন চায় না, আর কিছু একটা ভেবে... লিখে ওঠার সময় থাকে না... আসরের অনেক প্রিয় কবির ক্ষেত্রেই এই সমস্যা দেখছি আজকাল... অনেকেই নিজের কবিতায় মন্তব্যের জায়গা বন্ধ রাখছেন... আমিও একবার ভাবলাম মন্তব্যের জায়গা বন্ধ রাখি... তারপর ভাবলাম... থাক... আসলে মন্তব্যই তো অনুপ্রেরণা যোগায়... সবাই ভাল থাকবেন।