যাওয়ার সময় ডাক দিও ভাই!
আমিও আছি তৈরি—
বিনি সুতোর বাঁধন দেওয়া জীবন খাতায়
রইবে না কো বৈরী।

কিছুই যে নেই নেবার মত—
নিলাম শুধু মনের ক্ষত।

সময় হলো- এলাম আমি!  
                 -তোমরাও থেকো তৈরি।