কালকে রাতে ঘুম টানে
স্বপ্ন এলো আনমনে
এক্কেবারে চন্মনে।
কালকে রাতে ঘুম টানে
ভাবনা ছিল উন্মনে
স্বপ্ন এলো আনমনে
মন গহ্বরের এক কোনে
এক্কেবারে চন্মনে।
লিখব তারে ভাবছি এই-
ভাবনাকে যেই আলতো ছুঁই
বলল বোকা কি রে তুই!
লিখবি আমায় শব্দ কই?
ভাবনাকে যেই আলতো ছুঁই
ফুস মন্তর- স্বপ্ন নেই!
ভাবনা যে তার নেই কো থই
বলল বোকা কিরে তুই!
লজ্জা পেয়ে অজ্ঞানে
শব্দ খোঁজার সন্ধানে
ভরসা রেখে বিজ্ঞানে
যন্ত্র বানাই এক্ষণে
আঁকবে ছবি মন গনে
শব্দ খোঁজার সন্ধানে
স্বপ্নে রবে সজ্ঞানে
ভরসা রেখে বিজ্ঞানে।
বিজ্ঞানে আর স্বপ্ন কই!
ভাবনা কঠিন অথৈ থই
সূত্র মেনে চলছে সেই
বেহিসেবের জায়গা নেই
বিজ্ঞানে আর স্বপ্ন কই!
নিদ্রা ভেঙে মাঞ্জা দেই
ভাবনা ফেরত আমার চাই
কিন্তু কোনই ভাবনা নাই
বিজ্ঞানে আর স্বপ্ন কই!!