বদ্লাই চল আবারও না’হয়
তুমি থেকে তুই হই
পতি থেকে তোর বান্ধব হব
স্ত্রীর থেকে তুই রাই
পাশাপাশি থাকি- একই ছাদ
ব্যবধান বেড়ে যায়
ঘুম ভেঙে তুই রান্নার ঘরে
অফিসে’তে আমি প্রায়
সোম থেকে শনি একই রুটিন
এক ভাবে কাটে হায়
ঘুণ পোকা গুলো রবিবার জুড়ে
স্মৃতি টুকু কুরে খায়…
একদিন চল ভুলে যাই সব
চেনা জানা আলাপন
স্টেশনের ভিড়ে হটাতই মিলন
প্রগল্ভ প্রলাপন
বাঙ্কারে থাক ব্যাগ গুলো তোলা
নব নব পরিচয়
মুখোমুখি বসে নির্বাক হেসে
চোখে চোখে বিনিময়
তোর নাম হোক অপরাজিতা
মল্লিকা চামেলি
আমি হই তবে মালাকার কোন
একদম খেয়ালী…
তুই হয়ে যাস ভোরের দোয়েল
শালিক শঙ্খচিল
আমি হয়ে যাব কাঁসাই নদী
ভুবন ডাঙার বিল
সোনা রোদ এসে ছুঁয়ে যাবে তোকে
বাতাসেরা কথা কবে
তোর ডানাতেই উড়ান আমার
জলকণা লেগে রবে
তুই হয়ে যাস দুর্বার ঢেউ
আমি বালুকা বেলা
বার বার তুই ফিরে ফিরে আয়
লুকোচুরি হোলি খেলা…
তুই হয়ে যাস বন্যা প্লাবন
চঞ্চলা অনিবার
আমি খুঁজে নেব গতিপথ তবে
তোর বুকে প্রতিবার
প্রবাহিত তুই বিজলীর মত
ঝঞ্ঝা হতেও পারিস
তালগাছ হব হয়ত’বা আমি
স্বাক্ষর তোর রাখিস
একঘেয়েমির একসাথে থাকা
একেবারে আর নয়
যেই পরশনে শিহরন হত
খুঁজে পাব মনে হয়…।।