সুখী পুর পুর গ্রাম খুবই বদনাম! তস্কর রাজ চলে।
ফক্কর মিয়া সিনা টান করে- ফেলে সবে পদতলে।
আইন কানুন প্রশাসন থাকে
বন্দি; তার বুক পকেটের ফাঁকে –
সবার নামে তে চুকলি কাটে! অপমান করে অবহেলে।
একটা বিহিত করতে লাগে! কিছু তো উপায় চাই-
মিছিলে শ্লোগানে মুখরিত গ্রাম! শঠের নেই কো ঠাঁই!
দুষ্টের থাকে ছলনা হাজার
পুলিশ কিনিল ঢুঁড়িয়া বাজার
ফাটকে পুরিল জনতা হাজার- পেয়ে সে নেতার লাই।
ফক্কর মিয়া চক্কর দিল পকেটে পুলিশ ভোরে।
সক্কল প্রাণ ওষ্ঠাগত মিথ্যা নালিশ জোরে।
হক্কলে মিলে সলা কলা করে -
এক্কেলে কোন উপায় একটা দে রে!
ফক্কর মিয়া জব্দ হবে কড়া টক্কর দিলে ধরে।
একা একা তারে টক্কর দেবে! সাহস যে ঠিক হয় না।
ফক্কর শুধু মাত দিয়ে যাবে! এ যে প্রাণে আর সয় না।
যুক্তি তর্ক ফন্দি এঁটে
দায়ভার সবে নিলো যে বেঁটে
এবার ব্যাটাকে ধোলাই দেবে; আর যেন পার পায় না।
এক দিন এল শীতের সকালে কুয়াশা চাদরে মুড়ে
একদল লোক হুড়ো হুড়ি করে গোল দিল সবে জুড়ে
এই তাকে ধরে আগুনে ছোঁড়ে!
চাহিল ক্ষমা রোদন ভরে-
প্রাণে তে বাঁচিয়া সেই যে পালাল; আসেনি আবারো ফিরে।
-------------------------------------------------------------------------------------------------------------
প্রিয় কবি মোঃ আমির হোসেন এর "সুখীপুরের উপাখ্যান" অবলম্বনে একই শির নামে এই কবিতা প্রিয় কবিকে উৎসর্গ করলাম।