সুখ কে সেদিন প্রশ্ন করি-
                আসবি রে তুই কবে?
দিন গড়িয়ে রাত যে হোল-
                 আর কি দেখা হবে?


ওই যে সদা- নিঃস্ব ফকির
                 ওর কুঁড়েতেও এলি!        
আমার বেলায় উল্টো নিয়ম!
                সবই ভুলে গেলি?


সুখ সে বলে- “বিলাপ তোর ঐ
                  থামা এবার তবে
তোর মনেতেই আমার আবাস
                  বুঝবিরে তুই কবে??