~••~••~••~••~••~••~••~••~••~••~
স্রষ্টা তিনি আমার মতোই
                আমার মনেই থাকেন
তিনিও কুটিল জটিল ভীষণ
                 আমার মতোই ভাবেন।


আমিও যেমন হিংসা করি
                গরিব লোকে ঠকাই
তিনিও তেমন লোভের ঠাকুর
                নিজের করেন বড়াই।


আমার মতোই গা’জোয়ারি
                তিনিও ভালোই জানেন
ডিমান্ড পুরন নাই হলে তাঁর
                ওমনি ভাতে মারেন।


আমার মতই মিথ্যে বলেন
                   অনেক দেখান ভয়
সবাই মরে ভয়ের ঘোরে
                    ক্রুদ্ধ কখন হয়?


আমার মতোই অলস তিনি
                    আমার মতোই উচ্চণ্ড
বিরোধিতা সয়না মোটেই
                     আঘাত হানেন প্রচণ্ড।


মন্দ ভালোর বিচার তিনি
                  আমার মতেই করেন
আমিই হলে পালের গোদা
                   চক্ষু মুদে থাকেন।


হাসতে হাসতে শাস্তি বিধান
                 একটু-আধটু আদর
গরিবরা পায় কতটুকুই
                  ধনির অনেক কদর।


স্বঘোষিত পরম দয়াল
                  রাখেন সবার খেয়াল!
পাপ পূণ্যের আধার দিয়ে
                  তিনিই তোলেন দেওয়াল।


জগৎজুড়ে যা কিছু হয়
                  সবই তিনিই করান
ঝঞ্ঝা তুফান মড়ক এলে
                  কর্মফলে দায় চাপিয়ে
আমার মতই এড়ান।


আমার চোখেই জগত দেখেন
                   আমার ভালোই ভালো
আমিই যখন মন্দ দেখি
                    তিনিও দেখেন কালো।


বাম হাতে কি মধু আছে
                    তিনিও বোঝেন ভালো
কারণ তিনি বসেই আছেন
                    হয়ে আমার মনের আলো।।
~••~••~••~••~••~••~••~••~••~••~••~••~••~
এই কবিতাটি প্রিয় কবি শ্রীযুক্ত জগদীশ চন্দ্র মণ্ডল মহাশয় কে উৎসর্গ করলাম।