শ্রীমতি শুধালো-
“ওগো শুনছো”,
আমিও বলেছি-
“শুনি”
কি সুখ দিয়েছো বলো এতোদিনে!
কেঁদে বলে অভিমানী-
বিয়ের আগেতে বলেছিলে তুমি-
রোজ দেবে উপহার…!
দিয়েছো কিছু এতদিনে বলো-
চেয়েছি একটি শুধুই হার-!
নিজেকেই বলি;
বলেছিলে তুমি-
“আমিই গলার হার”
কথা গিলে নিয়ে বসে বারান্দাতে—
ভাবি- এরই নাম সংসার!!