=========================
সকল মানুষ ঘুমায় না- কেউ কেউ জেগে থাকে
মৃত মানুষের অন্ধ প্রাকারে জীবন জাগিয়ে রাখে
শোষণের বেদী পূজিত শোণীতে
শোষিতের স্মৃতি তাতে  
নির্ঘুম বীর উঁচু করে শীর স্নেহ চুম্বন এঁকে রাখে।।
=========================    
প্রিয় কবি সুজন মন্ডল এর গত কালের কবিতা "সব মানুষ ঘুমিয়ে নেই" এর মন্তব্যে এই কবিতাটি লিখেছিলাম। একই শিরোনামে এই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম।