পৃথিবীর পথ হতে উড়ে যায় রাঙা ধুলো
সারসের মত—অলস দুপুর বেয়ে
ঝিম মেরে চাতকের দল—
পাতা ঝরে যায়- সচল প্রগতির
অচল মানুষের মত- টুপ করে ঝরে পড়ে
স্বেদ বিন্দু- যেন পাকা নিম ফল।
জারুল গাছের কাছে- বৌ কথা কও
কাঁঠালি চাঁপায় শালিকের ঝাঁক
প্রণয়ী বুকের কাছে শিশু চারা গাছ বাঁচে
দ্রাব্য রসে—
আমের বাকল ছিঁড়ে মাথা কুটে
খুঁটে খাওয়া লাল ঝুঁটি—
বিকেলের দোয়েল- ময়না- বাবুই
আরও কত কি—
চোরা রোদে ডানা মেলে
হৃদয়ের তাপের মত উষ্ণতা কিছু-
কিছু অবধান সঞ্চয়— চেয়ে নিতে আসে।
ঠোঁট যেন সৌর কোষ—
অথবা তীরের ফলা—
কাটার পরে ধারালো নখের মত বিপজ্জনক
অথচ অন্তর্গত হৃদয় ছোঁয়াচে—
অবিরত বৃষ্টি পাতা—
অবিরত স্নেহ সম্পাত।।